ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কোস্টগার্ডের পৃথক অভিযানে ২শ পিচ শাড়িসহ আটক ১ : ৩টি অস্ত্র ও ২০ রাউন্ড গুলিসহ বনদস্যু আটক

এসএম মাহবুবুর রহমান, খুলনা অফিস : কোস্টগার্ড সদস্যরা রূপসায় অভিযান চালিয়ে ৬লাখ টাকা মূল্যের ২শ পিচ ভারতীয় শাড়িসহ একজন দৈত নাগরিককে আটক করেছে। অপর এক অভিযানে সুন্দরবন থেকে ৩ টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড তাজা গুলিসহ এক বনদস্যুকে আটক করে কোস্টগার্ড। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৃথক এ অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত শাড়ির জব্দ তালিকা শেষে আটক চোরাকারবারীসহ রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় কোস্টগার্ড রূপসা স্টেশনের পেডি অফিসার মো. তাহেরুল ইসলামের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা রূপসার খানজাহান আলী (রহ.) সেতু এলাকায় অভিযান চালায়। এসময় খুলনা থেকে ঢাকা গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস (নং ঢাকা মেট্রো- ব ১৫-২০৪২) থেকে তিনটি ব্যাগ ভর্তি ২শ পিচ ভারতীয় শাড়ি জব্দ করে। এসময় চোরকারবারীর সাথে জড়িত সেলিম রেজা (৩৪) নামে এক ব্যাক্তিকে আটক করে কোস্টগার্ড। আটক সেলিম রেজা রাজশাহী জেলার রাজপাড়া থানার মোল্লাপাড়া গ্রামের রেজাউল করীমের ছেলে। কোস্টগাড সেলিম রেজার দেহতল্লাসী করে বাংলাদেশী এনআডি’র ফটোকপি ভারতীয় পাসপোর্টও জব্দ করে। ভারতীয় পাসপোর্টে সে মুর্শিদাবাদের নাগরিক বলে উল্লেখ রয়েছে। পাচার কাজে আইন প্রয়োগকারী সংস্থার নজর এড়াতে সে দু’দেশের পরিচয় ও পাসপোর্ট ব্যবহার করে আসছিলো। আটক সেলিম রেজা জানায়, সে এসব শাড়ি শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে এদেশে নিয়ে আসে। সকালে বেনাপোল থেকে রওনা হয়ে দুপুরে খুলনা পৌঁছে গাড়ি বদল করে টুঙ্গিপাড়া এক্সপ্রেস যোগে ঢাকা যাচ্ছিলো। বর্তমান বাজার দর হিসেবে কোষ্টগার্ড জব্দকৃত শাড়ির মূল্য ৬ লাখ টাকা বলে দাবি করেছে। অপরদিকে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড এবং সিজি স্টেশান হারবারিয়ারা যৌথভাবে বাগেরহাট জেলার মোংলা থানাধীন ভাইজোড়া খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেওে বনদস্যু মোশারফ বাহিনীর সদস্যগণ কোস্ট গার্ড সদস্যদের উপর গুলি চালায় কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ডাকাত সদস্যগণ উক্ত স্থান হতে পালাবার চেষ্টাকালে ৩ টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড তাজা গোলাসহ একজন ডাকাত সদস্যকে আটক করে। আটককৃত ডাকাতের সদস্যর নাম মোঃ খোকন শেখ (২৮)। সে দাকোপ থানার কালাবগি এলাকার আবুল হোসেন শেখ এর পুত্র। আটককৃত জলদস্যু, আগ্নেয়াস্ত্র ও গুলি মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |