ক্ষুধা দরিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার লক্ষে কাজ করছে শেখ হাসিনা সরকার -আব্দুল মান্নান এমপি


রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দির হাটশেপুর ইউনিয়নে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৭০ লক্ষ টাকা ব্যয়ে নিজবলাইল উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডমেকি ভবনের ফলক উম্মোচন করেন, বগুড়া-০১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান। রবিবার সকালে উক্ত বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। বক্তব্যে শেখ হাসিনা সরকারের শিক্ষা ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে তার প্রতিফল হিসেবে আগামী নির্বাচনে পুণরায় নৌকা মার্কায় ভোট দেয়ার আহব্বান জানান। আওয়ামীলীগ সরকার আবার ক্ষমতায় আসলে আরও আধুনিক শিক্ষা ব্যাবস্থা চালু করা হবে বলে তিনি আশ্বস্থ করেন।
ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউল হক মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা আ’লীগের সভাপতি ও বগুড়া জেলা পরিষদ সদস্য সাহাদারা মান্নান, সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মতউির রহমান মতি, সাংগঠনিক সম্পাদক কাজি বিল্লাল হোসেন, মামুনুর রশিদ হিম, হাটশেরপুুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, প্রধান শিক্ষক ওমর আলী প্রমুখ।
ক্যাপশন: বগুড়ার সারিয়াকান্দিতে নিজ বলাইল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান।