খালিশপুরে বাসচাপায় মেয়ে নিহত, মা আহত


খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীর খালিশপুরে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় শিশু কণ্যা তন্নি (৫) নিহত ও মা শিমুল আক্তার গুরুতর (৩৫) আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টায় খালিশপুরের আলমনগর পোড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত শিমুল আক্তারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান, ওই এলাকার মুদি দোকান থেকে মালামাল ক্রয় করে মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন প্লাটিনাম জুট মিলের শ্রমিক দুলাল মিয়ার স্ত্রী শিমুল আক্তার। এসময় বরিশালগামী বিআরটিসি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। উত্তেজিত এলাকাবাসী পরবর্তী বিআরটিসির একটি ঢাকাগামী বাস ভাংচুর করে। নিহতদের বাসা পোড়ামসজিদের পাশেই। খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হালিম বলেন, খালিশপুরে রাস্তা পার হওয়ার সময় বরিশালগামী বিআসটিসির একটি বাস মা-মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই মেয়ের মৃত্যু হয়। মা গুরুতর আহত হন।