খালেদার অর্থদণ্ড স্থগিত, শুনানি রোববার


ডেক্স : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা বাতিল চেয়ে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন। বিচারিক আদালতকে মামলার নথি হাইকোর্টে পাঠানোরও নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে বিচারিক আদালতের দেয়া অর্থদণ্ড স্থগিতের আদেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি রোববার দুপুর ২ টা পর্যন্ত মুলতবি করেছে আদালত। সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি শুনানির জন্য এলে সময় চান খালেদা জিয়ার আইনজীবীরা।
পরে দুপুর ১২টায় সময় নির্ধারণ করা হয়। এদিকে সকালে আপিল আবেদনের কপি দেয়া দুদকের আইনজীবীর কাছে দিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা। গত ৮ ফেব্রুয়ারি ৫ বছরের কারাদণ্ডের পর থেকে নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।