খালেদার জিয়ার জামিন আদেশ সোমবার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে করা আবেদনের ওপর সোমবার আদেশ দেবেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন, দুদকের করা পৃথক দুই আবেদনের ওপর শুনানি শেষে রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ আদেশের এ দিন ধার্য করেন।
সুপ্রিম কোর্টের রোববারের কার্যতালিকায় দুদক ও রাষ্ট্রপক্ষের আবেদন যথাক্রমে ৯ এবং ১০ নম্বরে ছিল। যথারীতি সকালে লিভ টু আপিলের ওপর শুনানি শুরু হয়। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী এজে মোহাম্মদ আলী।
আলোচিত এ মামলায় বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চ খালেদা জিয়ার জামিন রবিবার পর্যন্ত স্থগিত করেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে জামিন আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলেন। পরদিন বৃহস্পতিবার লিভ টু আপিল দায়ের করে রাষ্ট্রপক্ষ ও দুদক।
বিচারিক আদালতের দেয়া কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করলে গত সোমবার খালেদা জিয়ার চার মাসের অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করেছিলেন হাইকোর্ট। পরদিন মঙ্গলবার ওই জামিন আদেশ স্থগিত চেয়ে এক ঘণ্টার ব্যাবধানে চেম্বার জজ আদালতে পৃথক দুটি আবেদন করে দুদক ও রাষ্ট্রপক্ষ। ওই দিনেই শুনানির পর আবেদন দুটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
হাইকোর্টের জামিন আদেশে বলা হয়েছে, খালেদা জিয়া বয়স্ক মানুষ। তার নানা শারীরিক জটিলতা রয়েছে। এসব বিবেচনায় তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হলো।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি দুপুরে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান। রায় ঘোষণার পরপরই তাকে ওই দিন বিকালে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
এই মামলায় খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য পাঁচ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারিক আদালত। করা হয়েছে জরিমানাও। খালেদা ও তারেক ছাড়া অন্য চার আসামি হলেন- সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক এমপি ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান। এর মধ্যে তারেক রহমান ইংল্যান্ডে এবং পলাতক রয়েছেন কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।