‘খালেদা জিয়ার একদিন কারাগারে থাকা মানে বিএনপির ভোট বাড়ে : মওদুদ


নিউজ ডেক্স : ‘একদিনের বিলম্ব আমাদের জন্য প্লাস পয়েন্ট আর সরকারের জন্য মাইনাস পয়েন্ট। খালেদা জিয়ার একদিন কারাগারে থাকা মানে, বিএনপির ১০ লাখ ভোট বাড়বে।’ সকালে জাতীয় প্রেসক্লাবে বেগম জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা সভায় একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতের দেওয়া ৫ বছরের সাজায় বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মামলার রায় সরকারের ইচ্ছার বহিপ্রকাশ দাবী করে আন্দোলন করে আসছে বিএনপি।
এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আইনি লড়াইয়ের পাশাপাশি বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনও চালিয়ে যাবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সকালে জাতীয় প্রেসক্লাবে বেগম জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। রোববার আপিল শুনানিতে বেগম জিয়ার জামিন আবেদন মঞ্জুর হবে, এমন আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরো বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের পতন ঘটিয়ে আমরা দেখিয়ে দেবো। নির্বাচনের মাঠে নামলে পরিবেশ পাল্টে যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন স্থানে গিয়ে যেমন নৌকার জন্য ভোট চাইছেন, খালেদা জিয়ার জামিন হলে তিনিও দেশের বিভিন্ন স্থানে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইবেন। এ জন্য তাঁরা কোনো বাধা মানবেন না।
এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমালোচনা করে ব্যরিষ্টার মওদুদ আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাখা হয়েছে বিরোধীদলকে দমন করার জন্য।