খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রামের মহাসমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর : বিএনপি গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করছে

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না। গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করছে। সরকারপ্রধান হেলিকপ্টারে চড়ে ভোট চেয়ে জনসভা করছে, আর আমাদের সভা করার অনুমতি দিচ্ছে না।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার নূর আহমদ সড়কে মহাসমাবেশ তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বর্তমান সরকার মামলার ফরম্যাট করে রেখেছে দাবি করে বলেন, যখন যাকে খুশি তাকে ওই ফরম্যাটে ফেলে জেল-জুলুম করছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ফ্লাইট বিএস২২১ বিধ্বস্ত হয়ে নিহতদের প্রতি শোক জানিয়ে সভার কাজ শুরু করা হয়। সভায় সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহাম্মদ, মির্জা আব্বাস, ড. মঈনু খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমূখ।
লালদীঘি পাড়ে সমাবেশটি করার ঘোষণা দিলেও পুলিশের অনুমতি না পাওয়ায় শেষপর্যন্ত দলীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ করছে বিএনপি।