খালেদা জিয়াার মুক্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাদন্ডাদেশ বাতিলের দাবিতে জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে।
মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির নিজস্ব ‘ দলীয় কার্যালয় থেকে বিএনপির নেতাকর্মীরা সমাবেশ করে।
বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের দন্ডাদেশ বাতিলের দাবি জানান।
এ সময় জেলা ও উপজেলা বিএনপিসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।