খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন, মতামত আইনজ্ঞদের


আজকের রিপোর্ট ডেক্সঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হলেও সাজা স্থগিত হয় আপিল বিভাগে আর উচ্চ আদালত সাজা মঞ্জুর করলেও নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন আইনজ্ঞরা। তারা বলেন, আপিল বিভাগে মামলাটি নিস্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা থাকবে না। সংবিধানে অনুযায়ী, নৈতিক স্খলনজনিত কারণে কোনো ব্যাক্তির দুই বছরে অধিক সাজা হলে তিনি কোনো ধরনের নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাই দুর্নীতি দমন আইনে বিএনপি চেয়ারপারসন সাজা পেলে বিষয়টি নৈতিক স্খলনজনিত কারণ কি না সেটি দেখার বিষয়টি নির্বাচন কমিশনের বলে অভিমত আইনজ্ঞদের। সুপ্রিস কোর্টের সিনিয়র আইনজীবী শম রেজাউল করিম বলেন, নিম্ন আদালতের দেওয়া যেকোনো রায় আপিল বিভাগে চূড়ান্ত নিস্পত্তি না হওয়ার আগ পর্যন্ত সেটি কার্যকর হয় না।আর ঢাবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, যদি খালেদা জিয়ার সাজা হয়— তবে তিনি সাজা স্থগিতের জন্য হাইকোর্ট আপিল করতে পারবেন আর হাইকোর্ট সেটি গ্রহণ করলে তার নির্বাচনে অংশ নেওয়ায় কোনো বাধা থাকবে না।