খুলনায় আগ্নেয়াস্ত্র, গুলি ও পুশ চিংড়ি উদ্ধার


খুলনা প্রতিনিধি : কোষ্টগার্ড পশ্চিম জোনের সিজি বেইস মংলা ও রূপসা সিজি স্টেশন গত ৩ এপ্রিল রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে অভিযান পরিচালনা করে খুলনা সদর থানার রূপসা ঘাট সংলগ্ন এলাকা হতে ১ টি ৭.৬২ এমএম চাইনিজ পিস্তল ও ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত পিস্তল ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য খুলনা সদর থানায় হস্তাান্তর করা হয়েছে । এছাড়াও সিজি স্টেশান রূপসার একটি টহল দল সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার রূপসা থানার পূর্ব রূপসা বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১২শ’ কেজি পুশ যুক্ত চিংড়ি এবং ১০ কেজি জেলি জব্দ করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় টাকা ১৪ লাখ ৬৪ হাজার টাকা। আটককৃত মালামাল রূপসা মৎস্য কর্মকর্তা ও নির্বাহী মাজিষ্ট্রেট এর উপস্থিতিতে ধ্বংস করা হয় । এসময় নির্বাহী মাজিষ্ট্রেট ভাই ভাই ফিস ও রিয়াদ ফিসকে একলাখ ২০ টাকা জরিমানা করে। কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভুক্ত এলাকায় অস্ত্র উদ্ধার ও ডাকাত নির্মূল অভিযান অব্যাহত থাকবে।