খুলনায় ডিবি’র অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


খুলনা প্রতিনিধি : খুলনা মহানগর ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে। উদ্ধার করেছে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট। ১২ এপ্রিল সন্ধ্যায় নগরীর খালিশপুর ও লবনচরা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ এপ্রিল সন্ধ্যা সোয় ৭টায় ডিবি পুলিশ খালিশপুর থানাধীন ১১৭ বিআইডিসি রোডে অভিযান চালিয়ে ৪০পিচ ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন শিকদার (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বাকাইল নগরকান্দা গ্রামের মোঃ আবু সাঈদ শিকদার এর পুত্র। ধৃত আলামিন খালিশপুরের প্লাটিনাম শ্রমিক কর্মচারী কলোনী এলাকায় থেকে মাদক ব্যবসা করে আসছিলো।
অপরদিকে একই রাত পৌনে ৮টায় ডিবি পুলিশ নগগরীর লবনচরা এলাকায় অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. কামাল হোসেন (৩০) কে আটক করে। আটক কামাল ওই এলাকার সিদ্দিকুর রহমানের পুত্র। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।