খুলনায় তিন দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী


এস এম মাহবুবুর রহমান, খুলনা প্রতিনিধি : খুলনায় তিন দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। মন্ত্রীপরিষদ বিভাগের এ-টুআই প্রোগ্রামের আওতায় খুলনা বিভাগীয় প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, সাধারণ মানুষ যাতে তার প্রয়োজনীয় সেবা ঘরে বসেই সহজে এবং স্বল্প খরচে পেতে পারে সে লক্ষ্যকে সামনের রেখে প্রত্যেকটি সরকারি অফিস তার নিজস্ব উদ্ভাবনী চিন্তার মাধ্যমে প্রদান করে যাচেছ। জনপ্রশাসন এখন জনসেবায় রূপ নিয়েছে। দেশের তরুণ সমাজকে দক্ষ জনসম্পদে পরিণত করার জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আউসোসিং প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এর ফলে ঘরে বসেই তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে নিজের ভাগ্যের পরিবর্তনের সাথে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। মেলায় যে সকল উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করা হয়েছে তিনি তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেএমপি কমিশনার মোঃ হুমায়ন কবির, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি একেএম নাহিদুল ইসলাম এবং সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার। ধন্যবাদ জ্ঞাপন করেন খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান। পরে প্রধান অতিথি ৭টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। উল্লেখ্য, সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত এ মেলায় ৫টি প্যাভিলিয়নে ৭৭টি প্রতিষ্ঠান ৮০টি স্টলের মাধ্যমে তাদের নিজস্ব উদ্ভাবনী কার্যক্রম তুলে ধরেন।