ঢাকা, শনিবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

খুলনায় তিন দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

খুলনা প্রতিনিধি : খুলনায় তিন দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ এর উদ্বোধন অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক। মন্ত্রীপরিষদ বিভাগের এ-টুআই প্রোগ্রামের আওতায় খুলনা বিভাগীয় প্রশাসন এ মেলার আয়োজন করে। প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বরং সময়ের দাবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ ডিজিটাল বাংলাদেশে রুপ নিয়েছে। সরকারের ই-বান্ধব প্রযুক্তি প্রসারে উদ্যোগী ভূমিকার কারণে জীবনযাপনে বর্তমানে গতিশীলতা সৃষ্টি হয়েছে। কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন সেবা পেতে ইলেকট্রনিক মাধ্যমে ঘরে বসেই সবকিছু সহজে সমাধান করা সম্ভব হচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনা ১৯৯৬ সালের পর ৫ বছর ক্ষমতায় থাকাকালীন সময়েই ক্যবিনেট মিটিং এ কম্পিউটারের উপর ট্যাক্স মওকুফ করার সিদ্ধান্ত নেন। বর্তমানে যে ডিজিটাল যুগের সূচনা তাও তাঁরই হাত ধরে। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পৃথিবীকে নেতৃত্ব দিতে হলে অবশ্যই বর্তমান প্রজন্মকে ডিজিটাল প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে। খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহমেদুল কবীর এনডিসি। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা। ধন্যবাদ জ্ঞাপন করেন খুলনার জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান। এর আগে সংসদ সদস্য ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। উল্লেখ্য, সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত এ মেলায় ৫টি প্যাভিলিয়নে ৭৭টি প্রতিষ্ঠানের ৮০টি স্টল রয়েছে।

You must be Logged in to post comment.

গাংনীর ধানখোলায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শ্যামপুর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে মহিষাখেলা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     মেহেরপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা     |     ঠাকুরগাঁওয়ে সরকারি আশ্রয়ণে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালন      |     হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের প্রত্যাশা দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন খন্দকার মশিউজ্জামান রোমেল     |     মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |