খুলনায় বিশ্ব নারী দিবসে অধিকারের কর্মসূচী পালিত


খুলনা প্রতিনিধি : ‘নারী নির্যাতন সইবো না, নারী নির্যাতন দেখতে চাই না’, গতকাল থেকেই বন্দ হোক সকল ধরণের নারী নির্যাতন’ এই প্রত্যয় নিয়ে বিশ্ব নারী দিবসের কর্মসুচিতে বক্তারা বলেছেন, নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং তাদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। নারীদের উন্নয়ন না হলে দেশের সামগ্রিক উন্নয়নও সম্ভব হবে না। অথচ: আজ অধিকারের নামে উল্টো নারীদেরই পিছিয়ে দেওয়া হচ্ছে। তাদের ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। ৮ মার্চ বৃহস্পতিবার বিশ্ব নারী দিবস উপলক্ষে দেশের অন্যতম শীর্ষ মানবাধিকার সংগঠণ ‘অধিকার’ খুলনা ইউনিট আয়োজিত র্যালী ও মানববন্ধন কর্মসূচীতে বক্তারা এসব কথা বলেন। বেলা ১১ টায় নগরীর জাতিসংঘ পার্কের সামনে খানজাহান আলী সড়কে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। এর আগে নগরীর ফুল মার্কেট মোড় থেকে একটি র্যালী বের হয়। এসব কর্মসুচীতে বক্তারা আরও বলেন, দেশের অনেক জেলায় এখনও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপন করা হয়নি। আর যেসব জেলায় আছে- সেখানেও মামলাজট এবং বিচারে দীর্ঘ সূত্রিতার কারণে নির্যাতিতরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। অনেক ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগও হচ্ছে না। এ কারণে আইনের সঠিক প্রয়োগ ও সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রতি জোর দেন বক্তারা। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে অধিকার খুলনা ইউনিটের ফোকাল পার্সন মুহাম্মদ নূরুজ্জামান সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান, বিশিষ্ট সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, বিশিষ্ট আইনজীবী মো. মোমিনুল ইসলাম, ফিস ফার্ম অনার্স এসোসিয়েশন বাংলাদেশ-ফোয়াব কেন্দ্রীয় সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন, মানবাধিকার কর্মী শেখ আব্দুল হালিম, হিউম্যান রাইটস ডিফেন্ডার কে এম জিয়াউস সাদাত ও হীরা খাতুন। উপস্থিত ছিলেন সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু, হিউম্যান রাইটস ডিফেন্ডার মোঃ জামাল হোসেন, মো. বদরুজ্জামান, মোঃ কামরুজ্জামান, সাংবাদিক আসাফুর রহমান কাজল, এম সাইফুল ইসলাম, মো. রায়হান মোল্লা, মো. মিশারুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. ফাহাদ ইসলাম, মো. তামিম হাসান, মো. তাসনিম হাসান আফ্রিদী, শওকত হোসেন, মো. শফিকুল ইসলাম শাহীন, রেজাউল আলম চৌধূরী বিপ্লব, শাহীন মাহমুদ, ইমদাদুল্লাহ আজমী ডালিম, খাদিজা আক্তার, জান্নাতুল ফেরদৌস সওদা, সালেহা আক্তার সুমি, আয়শা খাতুন মেঘলা, নাহরিন আক্তার মিম, তানজিলা আক্তার, জাবিন তাছনিম নদী, নাহিদা খাতুন, তামান্না আক্তার পিংকি, কুলসুম আক্তার, রোমেছা খাতুন, শারমিন খাতুন, শামসুল হক, মো. দ্বীন ইসলাম প্রমুখ। বক্তারা অধিকারের প্রতিবেদন তুলে ধরে বলেন, চলতি বছরের প্রথম দু’ মাসেই দেশে ১৪১টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে যৌতুক সহিংসতা ২৩টি, যৌন হয়রানি ২৬টি, ধর্ষণ ১১৫টি এবং এসিড সহিংসতার ঘটনা ঘটেছে ৩টি। নারী দিবস ঘোষিত হবার ১শ’ বছর পরও এদেশে নারীর প্রতি সহিংসতার ভয়াবহতা কমেনি বরং বেড়েই চলেছে বলেও উল্লেখ করেন বক্তারা।