ঢাকা, বৃহস্পতিবার, ২৩শে মার্চ ২০২৩ ইং | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

খুলনায় মাসিক জেলা পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

এস এম মাহবুবুর রহমান, খুলনা : ক্রিমিনাল রুলস এন্ড অর্ডারস ২০০৯, ভলিউম ১ এর ৪৮১ নং রুল মোতাবেক খুলনা জেলার মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কনফারেন্সে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মঞ্জুরুল হোসেন।সম্মেলনে সিআরপি ধারা ৫৪ মোতাবেক গ্রেফতার। অন্য মামলায় গ্রেফতার দেখানো এবং রিমান্ড বিষয়ে মাননীয় আপীল বিভাগের সিদ্ধান্ত প্রতিফলন, শিশু আইন মোতাবেক পুলিশের করনীয়, পেন্ডিং প্রসেস জারীর ক্ষেত্রে সমস্যা সমূহ চিহ্নিত ও দুরীকরণ, আদালতে সাক্ষী হাজির নিশ্চিতকরণ, সাক্ষীদের আদালতে আসা-যাওয়া কালীন নিরাপত্তা, অনুসন্ধান এবং তদন্তের ক্ষেত্রে ছোটখাটো সমস্যা দুরীকরণ, কারাগার থেকে বিচারাধীন মামলার আসামীদের সময়মত আদালতে হাজিরকরণ, ক্রোকি পরোয়ানা তামিল নিশ্চিতকরণ, আদালত অঙ্গন, বিচারক ও আদালতের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মালখানা থেকে সময়মত আলামত হাজিরকরণ, সুষ্ঠু ফৌজদারী বিচার নিশ্চিত করনার্থে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে পারষ্পারিক সমন্বয় ও সহযোগিতা, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য গৃহীতব্য পদক্ষেপ সমূহ, যে সমস্ত সাক্ষীরা দূর-দূরান্ত থেকে সাক্ষী দিতে আসে (পাইকগাছা এবং কয়রা থানা) তাদের যাতায়াত খরচ দেওয়ার বিষয় বিবেচনা ও জেলখানা হতে যে সকল আসামী হাজিরার জন্য আদালতে আনা হয়, তাদের দুপুরে শুকনা নাস্তা দেওয়ার জন্য জেল কর্তৃপক্ষের সাথে আলোচনাসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবুল বাশার মিয়া’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্তি পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, মো. বদিউজ্জামান, খুলনা সদর হাসপাতালের আরএমও ডা. অঞ্জন কুমুর চক্রবর্তী, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সি বিভাগের প্রভাষক ডা. গোপাল বিশ^াস, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাবিন, জাহিদুল ইসলাম, গাজী জামশেদুল হক. রওশন আরা রহমান, জুডিসিয়াল ম্যাজিসেট্রট পলাশ কুমার দালাল, মো. নাসির উদ্দীন ফারাজি, আলিফ রহমান, পারিবারিক আদালতের সহকারী জজ তরিকুল ইসলাম, দুদকের সহকারি পরিচালক মো. মাহাতাব উদ্দীন, জেলা সমাজসেবার সহকারী পরিচালক কাজী মুহাম্মদ ইব্রাহীম, সুন্দরবন পশ্চিম বিভাগের সহকারী বন সংরক্ষক আবু মোছা শামছুল মোহিত চৌধুরী, ডেপুটি জেলার মো. নাসির উদ্দীন, বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, তেরখাদা থানার মো. খালেকুজ্জামান, কয়রা থানার এনামুল হক, দাকোপ থানার মো. শাহাবুদ্দিন চৌধুরী, দিঘলিয়া থানার মো. হাবিবুর রহমান, রূপসা থানার মো. রফিকুল ইসলাম, পাইকগাছা থানার প্রবীন চক্রবর্তী, ডুমুরিয়া থানার মো. হাবিল হোসেন, ফুলতলা থানার মো. আছাদুজ্জামান, পিবিআই’র ইন্সপেক্টর আসলাম বাহার বুলবুল, এপিপি এড. কনিকা বিশ^াস, রামপদ পোদ্দার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার দেবাশীষ চক্রবর্তী ও নাজির মো. তরিকুল ইসলাম।

You must be Logged in to post comment.

রমজানের পবিত্রতা রক্ষাসহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবীতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল     |     আটোয়ারীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন     |     রংপুরে পাইলিং মেশিনের খুঁটি পড়ে শ্রমিকের মৃত্যু      |     ফুলবাড়ীতে গৃহবধু কে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক এক     |     রানীশংকৈলের নবধারা বিদ্যানিকেতনে জমজ শিশুদের কলরব     |     ফুলবাড়ীতে নির্মাণাধীন বীর নিবাসের ছাদ ঢালাই উদ্বোধন।     |     ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন।     |     বীরগঞ্জে নিম্নমানের সামগ্রী দিয়ে রিং পাইপ নির্মাণ     |     সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশ সেরা আশিক উজ জামানকে বোদায় সংবর্ধনা     |     গাংনীতে শিশু ধর্ষণ অপচেষ্টার অপরাধে থানায় মামলা। ২ জন আসামীর একজন পলাতক     |