খুলনায় সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত ৩


খুলনা প্রতিনিধি : খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ডুমুরিয়ার গুটুদিয়া গ্রামের নারায়ন চন্দ্র মন্ডল (৬০), আসাদুর মোড়ল (২৮) ও সাকিবুল ইসলাম (১০)। এ সময় আরও ৭জন যাত্রী আহত হন। শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ডুমুরিয়ার মাঝামাঝি মাঝের বেড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনার কয়রা থেকে আসা একটি বাস (ঢাকা মেট্রো-চ-৮০৭৫) অভারটেক করতে গিয়ে ডুমুরিয়া বাজার থেকে খুলনার দিকে আসা একটি মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রাটি পাশের ভ্যানের উপর পড়ে। এতে ঘটনাস্থনে ভ্যান চালক আসাদুর মোড়ল (২৮), যাত্রী ডিম ব্যবসায়ী নারায়ন চন্দ্র মন্ডল ও স্কুল ছাত্র সাকিবুল ইসলাম নিহত হন। এ সময় মাহিন্দ্রা ও ভ্যানের আর ৭ জন যাত্রী আহত হন। আহতরা হলেন ডুমুরিয়া কালিকাপুরের শহীদুল ইসলাম (৪০), কবির সরদার (৪০), মাহিন্দ্রা চালক হাসানপুরের আমিরুল ইসলাম (৪২), রাজাপুরের সুলতান আহমেদ (৪৫), কমলপুরের আফরোজা বেগম (৪৫), গুটুদিয়ার আঞ্জুয়ারা বেগম (৫০) ও গোলনা গ্রামের আলতাফ হোসেন (৭৬)। তাদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।