খুলনা বিভাগীয় এলজিইডির প্রকল্পবাস্তবায়ন পর্যালোচনা সভা যশোরে অনুষ্ঠিত


যশোর অফিস: যশোর খুলনা অঞ্চলে বাস্তবায়নাধীন প্রকল্পের উপর কর্মশালা ও বাস্তবায়ন পর্যালোচনা সভা রোববার সকালে এলজিইডি চত্ত্বরে অনুষ্ঠিত হয়। পর্যালোচনা সভার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি এলজিইডির প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ।
দিনব্যাপী পর্যালোচনা সভায় বক্তব্য রাখেন এলজিইডির সদর দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) জয়নাল আবেদীন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (নগর) নূর মোহাম্মদ, খুলনা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোল্যা আবুল বাশারসহ খুলনা বিভাগের ১০ জেলার নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারি প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এলজিইডি খুলনা বিভাগের ১০ জেলায় বর্তমানে ৩৯টি প্রকল্পের আওতায় বিভিন্ন ধরণের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য মোট ৫ হাজার ৭শ দুটি স্কীমে বাস্তবায়নের কাজ চলছে। যার চুক্তিমুল্য ২ হাজার ২শ ৩ কোটি ৭৯ লক্ষ ৪০ হাজার টাকা। উন্নয়ন কাজের মধ্যে রয়েছে, উপজেলা, ইউনিয়ন, গ্রামীণ সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, সেতু নির্মাণ, হাট-বাজার উন্নয়ন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ ও মেরামত, উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ, জলবায় সহিষ্ণু সাইক্লোন সেল্টার নির্মাণ ও পুন নির্মাণ, প্রাথমিক বিদ্যালয় পূর্ণ নির্মাণ এবং বৃক্ষ রোপন উল্লেখযোগ্য।