খুলনা বিভাগীয় কমিশনারের মেহেরপুরে আগমন

মেহেরপুর প্রতিনিধি :খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসি মেহেরপুরে এসেছেন। আজ মঙ্গলবার বিকেলে সড়ক পথে বিভাগীয় কমিশনার মেহেরপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।এসময় পুলিশের একটি দল বিভাগীয় কমিশনার কে গার্ড অব অনার প্রদান করেন বিভাগীয় কমিশনার সালাম গ্রহণ করেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান ছাড়াও খুলনা বিভাগীয় কমিশনারের পত্মী রাশেদা আক্তার এবং জেলা প্রশাসকের পত্মী কোহিনুর বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মো তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।