খুলনা-যশোর মহাসড়ক অবরোধ জুট স্পিনার্স শ্রমিক-কর্মচারীদের

এস এম মাহবুবুর রহমান, খুলনা : সকল বকেয়া পাওনা পরিশোধ এবং উৎপাদন প্রক্রিয়া চালুর দাবিতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করা হয়েছে। খুলনার বন্ধকৃত ব্যক্তি মালিকানাধীন জুট স্পিনার্স মিলের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা এ অবরোধ কর্মসূচী পালন করেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী শিরোমণি শিল্পাঞ্চাল এলাকায় কর্মসূচীর কারণে ব্যস্ততম এ মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। অবরোধ চলাকালে নারী-পুরুষ রাজপথে বসে পড়ে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেন। শ্রমিক নেতারা জানান, বকেয়া পাওনা পরিশোধ ও মিল চালুর দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির ধারাবাহিক আন্দোলনের অংশ হিসাবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘন্টা অবরোধের শুরু করেন তারা। কিন্তু পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী খুলনায় আগমনের কারণে প্রশাসনের অনুরোধে তা এক ঘণ্টা করা হয়। অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলে, দাবি আদায় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম, শ্রমিক নেতা শেখ শহিদুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম, আসাদুজ্জামান, মোঃ নুর ইসলাম, আবুল হাসেম গাজী, আল মামুন, কাগুজী ইকরাম, খোকন, আরিফ, মিজান, মাসুম প্রমুখ।