ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

খুলনা সিটি নির্বাচন উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল আ’ লীগ-বিএনপিসহ মেয়রে ৫ কাউন্সিলর পদে প্রার্থী ২৩৭জন

এস এম মাহবুবুর রহমান, খুলনা অফিস : খুলনা সিটি করপোরেশন নির্বাচনে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দাখিলের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে স্ব স্ব মনোনয়নপত্র দাখিল করেন। এ কারণে দিনভর নগরীর বয়রাস্থ জেলা ও আঞ্চলিক নির্বাচন কার্যালয় লোকে লোকারণ্য ছিল।
মনোনয়নপত্র দাখিলকালে ক্ষমতাসীন আওয়ামী লীগ, রাজপথের বৃহত্তম বিরোধীদল বিএনপি এবং জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত প্রার্থী, তাদের কর্মী বাহিনী এবং স্বতন্ত্র প্রার্থীদের সরব পদচারণা থাকলেও সাংঘর্ষিক কোন পরিস্থিতি তৈরি হয়নি। বরং নির্বাচন অবাধু, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রার্থীরা সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহবান জানিয়েছেন। এদিকে, কেসিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টিসহ ৫টি রাজনৈতিক দলের ৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। একই সঙ্গে সাধারণ এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে দাখিল করেছেন আরও ২৩৭জন প্রার্থী। মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের নগর শাখার সভাপতি তালুকদার আব্দুল খালেক,

বিএনপি মনোনীত প্রার্থী দলের নগর সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টি মনোনীত এসএম মুশফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি মনোনীত দলের নগর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু। কেসিসি নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং দলের বাইরে স্বতন্ত্র পরিচয়ে ২৩৭ কাউন্সিলর প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। নগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বিকেল পৌনে ৪টার দিকে কেসিসি নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক সংসদ সদস্য সেকেন্দার আলী ডালিম, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা গোলাম কিবরিয়া, ফখরুল আলম, আরিফুজ্জামান অপু, শফিকুল আলম তুহিন, এসএম আসাদুজ্জামান মুরাদ, অ্যাড. বজলার রহমান, অ্যাড. নূরুল হাসান রুবা, এসআর ফারুক প্রমুখ। বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের বলেন, এই সরকারের অধীনে কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পাওে না। সরকারের আমলে উপজেলা নির্বাচন, পৌর মেয়র নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন- কোনো নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় নাই। সে কারণে এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বোকামি। গণতন্ত্রহীনতার কারণে দেশে আইনের শাসন নেই। রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান দলীয়করণ ও আত্মীয়করণ করা হয়েছে। ব্যাংক লুট করা হয়েছে। রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার কোনো অধিকার দেওয়া হয় নাই। তারপরও আমরা নির্বাচনে গিয়েছি, এই নির্বাচন কমিশনের অধীন নির্বাচন হয় কী না তা দেখতে। এই শহরের সন্ত্রাসীরা বাইওে রয়েছে। এতে নির্বাচনের ঝুঁকি রয়েছে। তারপরও সুষ্ঠু নির্বাচন হলে আমরা জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।নগর আওয়ামী লীগ সভাপতি ও সদ্য সাবেক সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক দলীয় মেয়র প্রার্থী হিসেবে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এসএম কামাল হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেল, খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজি আমিনুল হক, সদর থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সাইফুল ইসলাম, নগর যুবলীগ আহবায়ক অ্যাড. সরদার আনিছুর রহমান পপলু, শেখ সেয়দ আলী, অ্যাড. সুলতানা রহমান শিল্পীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেয়ার পর আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক সাংবাদিকদের বলেন, খুলনাবাসীকে আমরা সেবা দিতে চাই। এই সেবা বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কারো পক্ষে দেয়া সম্ভব নয়। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা খুলনার মানুষের সাহায্য ও সমর্থন চাই। এই অবহেলিত নগরীকে আমরা তিলোত্তমা নগরীতে পরিণত করতে চাই। আমরা বহুত কথা বলি, কিন্তু উন্নয়ন করতে গেলে সরকারের সাহায্য নিয়েই তা সম্ভব। তিনি বলেন, আমি এই প্রতিশ্রুতি দিতে চাই, নাগরিক সেবাসহ সকল সমস্যা চিহ্নিত করে আমরা এই নগরীকে উন্নয়নে ঢেলে সাজাবো। নগরবাসীর কাছে আমি পরিচিত। ছাত্রজীবন থেকে শুরু করে আমি এমন কোনো রাস্তা , অলিগলি নেই যেখানে আমি যাইনি। নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আস্থা ব্যক্ত করে তিনি বলেন, আপনারা দোয়া করবেন, ১৫ মে’র নির্বাচনে জয়লাভ করে আপনাদের খেদমত করতে পারি।কেসিসি নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার মেয়র পদে ৫জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৮৯জন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৪৮ মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৫-১৬ এপ্রিল যাচাই-বাছাই, প্রত্যাহারের শেষ দিন ২৩ এপ্রিল এবং ২৪ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ।
উল্লেখ্য, কেসিসি নির্বাচনে মেয়র পদে ৮টি, সাধারণ কাউন্সিলর পদে ২৬২টি ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২টি মনোনয়নপত্র বিতরণ করা হয়।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |