গঠিত হলো মোহাম্মদপুর থানার নাগরিক কমিটি


নিউজ ডেস্ক :ঢাকা মহানগরে অতি প্রয়োজনীয় নাগরিক সেবার মান উন্নয়ন প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও তাদের অধিকার আদায়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় নাগরিক কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ওমর ফারুক আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তারেকুজ্জামান রাজিব। মোহাম্মদপুর নাগরিক কমিটির নব-নির্বাচিত সভাপতি ওমর ফারুক মহানগরীর ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি এবং সাধারণ সম্পাদক তারেকুজ্জামান রাজিব ঢাকা মহানগর উত্তরের ৩৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। নাগরিক কমিটি এক হাজার এক সদস্য বিশিষ্ট করা হয়েছে। নবনির্বাচিত কমিটির নেতারা এলাকার উন্নয়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবেন বলে অঙ্গীকার করেছেন। জানা গেছে, ২৯ নং ওয়ার্ডে সভাপতি অ্যাড. আব্দুস সহিদ ও সাধারণ সম্পাদক এ আর আলমগীর, ৩১ নং ওয়ার্ডে সভাপতি রুস্তম আলী খাঁন ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ফরাজী, ৩২ নং ওয়ার্ডে সভাপতি মাসুদ বারী ও সাধারণ সম্পাদক জামাল হোসেন, ৩৩ নং ওয়ার্ডে সভাপতি সাইদুর রহমান বাদল ও সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন লাবু এবং ৩৪ নং ওয়ার্ডে সভাপতি হয়েছেন আজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন মেহদি হাছান খান মামুন। নবনির্বাচিত কমিটির সভাপতি সভাপতি ওমর ফারুক বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে মোহাম্মদপুর থানাকে একটি মডেল থানায় রুপান্তর করতে চাই। যেখানে সকল ধর্মবর্ণের মানুষ সুখে-দু:খে পাশাপাশি থাকবে।’ সাধারণ সম্পাদক তারেকুজ্জামান রাজিব বলেন, মোহাম্মদপুরবাসীর উন্নয়নে আমরা কাজ করে যাবো। ডিজিটাল বাংলাদেশে বিনির্মানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশব্যাপী যে উন্নয়নকল্প পরিচালনা করছেন, মোহাম্মদপুরবাসী যেন সেই সকল নাগরিক সুবিধা বঞ্চিত না হয় সেই লক্ষ্যে কাজ করে যাবো। সবাইকে নিয়ে ডিজিটাল মোহাম্মদপুর বিনির্মানে নাগরিক কমিটি কাজ করে যাবে।’ মোহাম্মদপুর থানার আওতাধীন ৫টি ওয়ার্ডে কমিটির নিজস্ব উদ্যোগ আর সহযোগিতার মাধ্যমে মানসম্মত নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে অধিকতর সুযোগ বৃদ্ধি করা, জঙ্গিবাদ ও মাদক নির্মূল, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বাল্য বিবাহ প্রতিরোধ, নারী ও শিশু অধিকার রক্ষায় সহায়তা, ইভটিজিং প্রতিরোধে কার্যকর ভূমিকা এবং এলাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাকে সহযোগিতা করাসহ আরও কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে এই নাগরিক কমিটি।