গড়েয়ায় তিনজন অটোভ্যান চোর জনতার হাতে আটক


রহমত আরিফ গড়েয়া ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ঢাঙ্গীপুকুর গ্রামে স্থানীয়রা ৩ জন অটোভ্যান চোরকে আটকের খবর পাওয়া যায়।
স্থানীয়দের কাছে জানা যায়, গত ১৭ নভেম্বর বৃহস্পতিবার রাতে আমিনুর ইসলাম নামে এক স্থানীয় অটো ভ্যান চালকের বাসা থেকে অটো ভ্যানটি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর গোপন সূত্রে জানা যায়, একই এলাকার মো, আব্দুল মান্নানের ছেলে রাজু ইসলাম (২১) মো, আলিমুদ্দিনের ছেলে রবিউল ইসলাম ও মো, জামাল উদ্দিনের ছেলে ফারুক হোসেন সকালের সাং-গড়েয়া ঢাঙ্গীপুকুর, থানা ও জেলা ঠাকুরগাঁও তিনজনে মিলে অটো ভ্যান চুরি করে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ হাত কালীতলা নামক স্থানে এক ব্যক্তির নিকট ৫ হাজার টাকায় বিক্রি করে বলে চোরেরা স্বীকার উক্তি প্রদান করে।
এলাকাবাসীরা জানান, গড়েয়া ঢাঙ্গীপুকুর এলাকায় তারা অনেক দিন থেকে সাইকেল, ভ্যান, পানি তোলা মটর পাম্প চুরি সহ বিভিন্ন রকমের অপকর্মের সাথে জরিত। তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
গড়েয়া ইউনিয়নে চেয়ারম্যান জনাব, রইচ উদ্দিন সাজু মাষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাধারণ জনগন ৩ জন অটো ভ্যান চোর কে আটক করেছে,আমি দুই জন চৌকিদার পাঠিয়েছি। এখন পর্যন্ত কোন মালামাল উদ্ধার হয়নি অটো ভ্যান চোর তিন জনকে ঠাকুরগাঁও সদর থানায় সোপর্দ করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ বলেন এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি,তবে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।