গনতন্ত্র রক্ষায় সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর


আজকের রিপোর্ট ডেক্স : গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে সংবিধান এবং সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোরের ৬ষ্ঠ পুনর্মিলনীর অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার বেলা ১১টায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্যারেড পরিদর্শন শেষে অভিবাদন মঞ্চে থেকে কুচকাওয়াজ উপভোগ করেন প্রধানমন্ত্রী। একে একে মার্চ পাস্ট করা কনটিনজেন্টের সালাম ও অভিবাদন গ্রহণ করেন তিনি।
বাহিনীর উদ্দেশে দেয়া বক্তৃতায় দেশের আর্থসামাজিক উন্নয়নে সেনাবাহিনীর গৌরজ্জ্বল ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের সার্বিক উন্নয়নের ধারায় এ বাহিনীর আধুনিকায়নে কাজ করে যাচ্ছে সরকার। পাশাপাশি দুর্গম এলাকায় অবকাঠামো নির্মাণ, মেশিন রিডেবল পাসপোর্ট প্রদান কার্যক্রমে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ সমৃদ্ধশালী দেশে পরিণত হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান স্বল্পোন্নত থেকে এরই মধ্যে উন্নয়নশীল দেশের তালিকায় উঠে এসেছে দেশ।
সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘সেনাবাহিনীকে যে কোনো হুমকি মোকাবেলায় সচেতন থাকতে হবে।