গম কে ফসল হিসেব সংরক্ষণ ও পশু খাদ্য হিসেবে ব্যাবহার রোধকরণে সচেতনতা মুলক সভা


মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে গম কে ফসল হিসেব সংরক্ষণ ও পশু খাদ্য হিসেবে ব্যাবহার রোধকরণ বিষয়ক সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারী) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলাদীপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে কৃষকদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. রুম্মান আক্তার,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানুর রহমান,আলাদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসমুশ সাখির বাবলু,ইউপি সচিব রাজেউর রহমান রাজু,ইউপি সদস্য আব্দুসাত্তার,মহিলাসদস্য নুরজাহান,সাবেক ইউপি সদস্য ওেশন আরা প্রমুখ। সভায় উপস্থিত কৃসকদের গম কে ফসল হিসেব সংরক্ষণ ও পশু খাদ্য হিসেবে ব্যবহার রোধ করণে সচেতন করাসহ অন্যন্য ফসল চাষাবাদে উদ্ববুদ্ধ করা হয়। এসময় এলাকার শতাধিক কৃষকগণ উপস্থিত ছিলেন।