গাংনীতে আওয়ামীলীগের সেক্রেটারী মোখলেছুর রহমান মুকুলের নেতৃত্বে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা ও মিছিল

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোখলেছুর রহমান মুকুলের নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গাংনী উপজেলা ও গাংনী পৌর এলাকার বিভিন্ন গ্রামের সড়কে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সরকারের সাফল্য, অপ্রতিরোধ্য অগ্রযাত্রা ও দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে উন্নয়ন বার্তা জনগণের মাঝে পৌছে দিতে মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মোখলেছুর রহমান মুকুল তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে মানুষ তার জান ও মালের নিরাপত্তা পেয়েছে। দেশে সার্বিক উন্নয়ন হয়েছে। সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে নানা ভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ভাতা প্রদান করছেন। বিএনপি জামায়াত নৈরাজ্য সৃষ্টি করে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাই। তাই আমরা আগামী দ্বাদশ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আপনাদের সমর্থন চাই।
এ শোভাযাত্রার মাধ্যমে শেখ হাসিনার উন্নয়ন প্রচারণার অংশ এবং নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মোখলেছুর রহমান মুকুল এর প্রস্তুতি বলে জানান।
মিছিলে গাংনী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ শোভাযাত্রায় কমপক্ষে ৫ হাজার নেতা কর্মী সমর্থক মোটর সাইকেল শোডাউনে অংশ নেন ।