গাংনীতে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালি আলোচনা সভা ও দোয়া মাহফিল


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ আগষ্ট) বিকালে গাংনী উপজেলা অডিটিারিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহŸায়ক তেীহিদুল ইসলাম তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আরিফুল ইসলাম সোবহান । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের মেহেরপুর জেলা শাখার বারিকুল ইসলাম লিজন।
বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব জীবন আকবর, গাংনী পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশিকুজ্জামান পিন্টু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব রুবেল হোসেন প্রমুখ।
এছাড়াও সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হাসিব, সেক্রেটারী মশিউর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী আসিফ ইকবাল অনিক প্রমুখ। আলোচনা সভার পূর্বে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আরিফুল ইসলাম সোবহান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদের নেতৃত্বে উপজেলা ক্যাম্পাস থেকে শোক র্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়াম প্রাঙ্গনে এসে শেষ হয়। এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক র্যালিতে অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দসহ শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।