গাংনীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সচিব ও সদস্যদের জন্য মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সদস্যদের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স আজ বুধবার দুপুর ২ টার সমাপনী ঘোষনা করা হয়েছে।গাংনী উপজেলা অডিটোরিয়ামে জাতীয় স্থানীয় সরকার ইনসষ্টিটিউট (এনআইএলজি)ও আয়োজনে এবং গাংনী উপজেলা প্রশাসনের বাস্তবায়নে প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়
গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুএর সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদেও চেয়ারম্যান ও জেলা আওযামীলীগের সেক্রেটারী এম এ খালেক, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম প্রমুখ।
গাংনী উপজেলার কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, রায়পুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ,চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস,মু.আলম হুসাইন, মশিউর রহমান,আব্দুর রাজ্জাক, আনোয়ার হোসেন পাশা, এছাড়াও ইউপি সচিব সানোয়ার হোসেন খান, জহুরুল ইসলামসহ ১২৫ জন জনপ্রতিনিধি প্রশিক্ষণে অংশগ্রহন করেন । প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়।