গাংনীতে ইউপি চেয়ারম্যানবৃন্দের সাথে ‘মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট’ কমিটির মত বিনিময় সভা


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ই্উপি চেয়ারম্যানবৃন্দের সাথে মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক এবং মোবাইল ফোনের খারাপ দিক থেকে দূরে রাখতে এবং সামাজিক অবক্ষয় রোধে মেহেরপুরে বিলুপ্তপ্র্ায় জনপ্রিয় ফুটবল খেলাকে আবারও ফিরিয়ে আনতে ৭০-৮০ দশকের দর্শক নন্দিত কৃতি খেলোয়াড়দের উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ‘এসো ফিরি খেলার মাঠে’ এই শ্লোগানকে সামনে রেখে ’মেহেরপুরের একমাত্র দৈনিক পত্রিকা মেহেরপুর প্রতিদিনের আয়োজনে ‘মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার বিকেল ৩ টার সময় গাংনী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গাংনী উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়। প্রথমেই উপস্থিত ব্যক্তিবর্গের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
ফুটবল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রবীন খেলোয়াড় ইমদাদুল হক (গোলকিপার) এর সভাপতিত্বে মত বিনিময় সভায় শুরুতেই টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাহবুব চান্দু তাঁর পরিচয় তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন। একই সাথে টুর্নামেন্টের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে খেলার নিয়মাবলী উপস্থাপন করেন। খেলাতে কয়টি দল অংশগ্রহন করবে, কি পুরস্কার দেয়া হবে, প্রাইজ মানি কত হবে, এন্ট্রি ফিস কত হবে, নানা শর্তাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মত বিনিময় সভায় এ মাসেই টুর্নামেন্ট অনুষ্ঠিত করতে সিদ্ধান্ত গৃহিত হয়। পরে চেয়ারম্যানবৃন্দের মাঝে আমন্ত্রন পত্র প্রদান করা হয়।
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রতিদিনের প্রকাশক এ এম এস ইমন, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক , রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য ক্রিড়াবিদ মনিরুল ইসলাম, আব্দুস সালাম, আমিরুল ইসলাম অল্ডাম, আজমাইন হোসেন, ইয়ারুল ইসলাম,শামীম জাহাঙ্গীর সেন্টু প্রমুখ।