গাংনীতে উন্নতমানের ধান গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম গাংনী(মেহেরপুর)সংবাদদাতা : গাংনীতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান গম ও পাট বীজ উৎপাদন , সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার বিকেল সাড়ে ৩ টার সময় গাংনী পৌর এলাকার পূর্ব মালসাদহ গ্রামের বৃদ্ধাশ্রম সংস্থার প্রাঙ্গনে এ মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট এলাকার উপ সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ মাঠ দিবসের আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাসেল রানার সঞ্চালনায়- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক শামসুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভাল বীজ মানেই বাল ফলন। উন্নত প্রযুক্তিব্যবহার করে চাষাবাদ করলে আপনারা লাভবান হবেন। সম্প্রতি উন্নত ধানের বীজ বিআর-৯২ আবাদ করলে বেশী লাভ পাবেন। একইভাবে আপনারা বারি-৩৩ জাতের গম আবাদ করলে বেশী ফলন পাবেন।এছাড়া পোকা মাকড় দমনে ভাল কোম্পানীর বালাইনাশক ব্যবহার করবেন।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক ( শস্য) এ কে এম কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন কৃষি উপ-সহকারীবৃন্দ,কৃষক ও কৃষানীরা ।