গাংনীতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাংনী উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল করা হয়েছে।শিক্ষা ,শান্তি, প্রগতির মশালবাহী দল উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান শুরুর আগে বিশাল র্যালি শহর প্রদক্ষিণ করে।
আজ বুধবার (০৯ আগষ্ট) বিকেলে গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলঅ আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক মহোদয়ের উদ্যোগে গাংনী উপজেলা পরিষদের অডিটোরিয়াম প্রাঙ্গন থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে গাংনী বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সেক্রেটারী এম এ খালেক।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, গাংনী পৌরসভা আওয়ামীলীগের সেক্রেটারী আনারুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আরিফুল ইসলাম সোবহান,স্বেচ্ছাসেবকলীগের নারীনেত্রী নাসিমা খাতুন,গাংনী উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী আসিফ ইকবাল অনিকসহ নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।