গাংনীতে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির বার্ষিক ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :মেহেরপুরের গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ করা হয়েছে। আজ শনিবার বাঁশবাড়ীয়াস্থ সমিতির কার্যালয় প্রাঙ্গনে বার্ষিক ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোজ সভায় সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও গাংনী পাইলট হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমিতির সাধারন সম্পাদক ও হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনি, গাংনী সরকারী পাইলট মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু প্রমুখ।
সমিতির অর্থ সম্পাদক ও রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান লিখনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী,লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ,করমদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহঃ আলম হুসাইন,জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান, জোতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শ্ক্ষিক খুরশিদা খানম,গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের প্রভাষক হাজী শফি কামাল পলাশ, রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবাইদুর রহমান কমল প্রমুখ।
দুপুরে ভোজ শেষে অনুষ্ঠানের ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতানো শিল্পীসহ শিক্ষক কর্মচারীদের মধ্যে থেকেও গান পরিবেশন করা হয়। ভোজ সভায় প্রায় ৫ শতাধিক শিক্ষক স্বতঃস্ফ’র্ত অংশগ্রহন করেন।