গাংনীতে এককালীন সরকারী অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুঃস্থ অসহায় ও বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন সরকারী অনুদানের চেক বিতরণ করা হয়েছ্ ে।প্রধান মন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ এবং টেকসই মানবিক সহায়তার আওতায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ১৪ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে হত দরিদ্র ও রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী।
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা নাদির হোসেন শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপঝেরা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগেরসাধারন সম্পাদক এম এ খালেক,জেলা জেপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম, বিশ্ষ্টি আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, গাংনী পৌর যুবলীগের সেক্রেটারী রাহিবুল ইসলাম।
এসময় আলোচনা সভায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা হত দরিদ্র মানুষের জন্য যে সমস্ত সাহায্য ও সহযোগিতা করা হচেছ তা তুলে ধরা হয়। আলোচনা সভা শেষে ৩৩ জন হতদরিদ্র দুঃস্থ অসহায় পরিবারের মাঝে ১৪ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।