ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে এস.এস.সি ও সমমানের পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন। এবছর পরীক্ষার্থীর সংখ্যা – ৪০৫০ জন

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : রবিবার (৩০ এপ্রিল) সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় গাংনী উপজেলায় মোট পরীক্ষার্থী রয়েছে-৪ হাজার ৫০ জন । উপজেলার ১৪টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো-গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪৪৯ জন,গাংনী সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সন্ধানী স্কুল এন্ড কলেজ উপকেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬৫৩ জন,বামন্দী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫৪৬ জন, রাইপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪৬৯ জন,জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২১৭ জন,সাহেবনগর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২৪৬ জন,বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫০৬ জন,উপকেন্দ্র কাজীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়,বামন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় উপকেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪০৩ জন,উপকেন্দ্র জুগিরগোফা সরকারী প্রাথমিক বিদ্যালয়,উপকেন্দ্র বেতবাড়ীয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়,গাংনী সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২২৬ জন ও সন্ধানী স্কুল কলেজ (ভোকেশনাল শাখা) কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৩৫ জন।সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৫০ জন,
ইতোমধ্যে পরীক্ষা কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ।
শনিবার গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু প্রস্তুতকৃত পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু জানান,এবার এস,এস,সি ও সমমানের পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে এবং নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি রয়েছে।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |