গাংনীতে এস.এস.সি ও সমমানের পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন। এবছর পরীক্ষার্থীর সংখ্যা – ৪০৫০ জন


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : রবিবার (৩০ এপ্রিল) সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় গাংনী উপজেলায় মোট পরীক্ষার্থী রয়েছে-৪ হাজার ৫০ জন । উপজেলার ১৪টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো-গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪৪৯ জন,গাংনী সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সন্ধানী স্কুল এন্ড কলেজ উপকেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬৫৩ জন,বামন্দী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫৪৬ জন, রাইপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪৬৯ জন,জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২১৭ জন,সাহেবনগর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২৪৬ জন,বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫০৬ জন,উপকেন্দ্র কাজীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়,বামন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় উপকেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪০৩ জন,উপকেন্দ্র জুগিরগোফা সরকারী প্রাথমিক বিদ্যালয়,উপকেন্দ্র বেতবাড়ীয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়,গাংনী সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২২৬ জন ও সন্ধানী স্কুল কলেজ (ভোকেশনাল শাখা) কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৩৫ জন।সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৫০ জন,
ইতোমধ্যে পরীক্ষা কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ।
শনিবার গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু প্রস্তুতকৃত পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু জানান,এবার এস,এস,সি ও সমমানের পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে এবং নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি রয়েছে।