গাংনীতে কর্মসৃজন কর্মসূচিতে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রকল্পে শ্রমিকদের উপস্থিতি অর্ধেকেরও কম : দেখার কেউ নেই


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ২০২২-২৩ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (কর্মসৃজন) ১ম পর্যায়ের অনুমোদিত প্রকল্প সমূহের মাটি কাটা কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।ফলে উপজেলার ৯টি ইউপিতে নেয়া ৪০টি প্রকপ্লে কর্মসংস্থান কর্মসূচি মুখ থুবড়ে পড়েছে। সরেজমিনে ঘুরে যে চিত্র দেখা গেছে তাতে প্রকল্প বন্ধ রেখে প্রকৃত অতিদরিদ্রদের মাঝে টাকা প্রদান করলে সরকারের উদ্দেশ্য সফল হবে বলে সূধীজনরা মনে করেন।
উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের ম্যানেজ করে প্রকল্প চেয়ারম্যানরা লক্ষ লক্ষ টাকা পকেটস্থ করার মত দুর্নীতি করছেন বলে অভিযোগ উঠেছে। চলতি নভেম্বর মাসের ১০ তারিখ থেকে গাংনী উপজেলায় কাজ শুরু হলেও বেশীর ভাগ প্রকল্পে কাজ শুরু করা হয়েছে কয়েকদিন আগে।উপজেলায় অতিদরিদ্রদের জন্য নেয়া কর্মসংস্থান কর্মসূচিতে সর্বমোট শ্রমিকদের নামের তালিকা করা হয়েছে ২ হাজার ৬৩১ জন ।
সরেজমিনে ঘুরে স্থানীয় লোকজন ও শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে,বিভিন্ন প্রকল্পে নির্ধারিত শ্রমিকের মধ্যে শতকরা ৫০ ভাগের কম শ্রমিক কাজ করছে।অভিযোগ উঠেছে, পূর্ব তালিকার প্রকৃত হতদরিদ্র শ্রমিকদের নাম বাদ দিয়ে পিআইসিগণ স্বজনপ্রীতি ও আতœীয়করণের মাধ্যমে টাকার বিনিময়ে নিজেদের অনুগত বিত্তবান লোকজনকে শ্রমিকদের তালিকাভুক্ত করছেন। অনেক শ্রমিক কাগজে-কলমে থাকলেও কর্মস্থলে অনুপস্থিত সবচেয়ে কম সংখ্যক শ্রমিক পাওয়া গেছে ধানখোলা ইউপিতে।ধানখোলা ইউপির পিআইসি গাড়াডোবের হাবিবুর রহমান মেম্বরের প্রকল্পে ৬৭ জন শ্রমিকের বিপরীতে উপস্থিত পাওয়া গেছে ৩০ জন।সহকারী লেবার সর্দ্দার নাজমুল হক জানান, নিজেদের কাজ রেখে অনেকেই আসেনা, অনেকেই ধান কাটতে গিয়েছে। ধানখোলা ইউপির পিআইসি মফিজুল ইসলাম মেম্বরের প্রকল্পে ৭৬ জন লেবারের মধ্যে কর্মরত ৩৯ জন।একইভাবে পাকুড়িয়া গ্রামের আনোয়ার হোসেন মেম্বরের প্রকল্পে ১২০ জন শ্রমিক বরাদ্দ রয়েছে। এর মধ্যে কাজে উপস্থিত পাওয়া গেছে, মাত্র ৩১ জন। এসময় সর্দ্দার আশাদুল ইসলাম জানান, সকালের দিকে আমার প্রকল্পে ৭৫ জন হাজির ছিলেন। একটু আগে কয়েকজনকে ছুটি দেয়া হয়েছে। এদের মধ্যে বেশীর ভাগ পুরাতন তালিকাভুক্ত লেবার বাদ দিয়ে নতুন ভাবে তালিকাভুক্ত করা হয়েছে।
পিআইও অফিস সূত্রে জানা গেছে,ইজিপিপি কর্মীদের নাম কেউ মারা না গেলে অথবা অসুস্থ না হলে বাদ দেয়া যাবে না।এছাড়া সর্দ্দারদের কাছে লেবারের তালিকা সংবলিত রেজিষ্টার খাতা সরবরাহ করা হলেও তা ব্যবহার করা হচ্ছে না। লেবারদের হাতে তাদের কার্ড আজও দেয়া হয়নি।এসব কার্ড মেম্বররা তাদের নিজের কাছে রেখে মনগড়া হাজিরা করছেন।আরও জানা গেছে , চেয়ারম্যান ও ক্ষমতাসীন দলের নেতাদের সুপারিশে প্রতিটা প্রকল্পে ৫ থেকে ১০ জনের নাম ভূঁয়া অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা কখনই হাজিরা দেন না।তালিকায় নাম থাকার কারনে ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন। এ নিয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যান মহোদয়কে মোবাইল ফোনে অবহিত করলে তিনি বলেন, আপনাদের কাজের সাইডে যাওয়ার দরকার নেই। এক সময় দেখা করবেন।
এব্যাপারে পিআইও অফিসের সহকারী ইঞ্জিনিয়ার রেজা জানান, আমরা নিয়মিত মনিটরিং করছি। তবে সর্বমোট শ্রমিকের মধ্যে উপস্থিতি মোটামুটি ভাল পেয়েছি।অনিয়ম হলে আমি তাদের বিল আটকিয়ে দেব।লেবার উপস্থিতি সন্তোষজনক না হলে বিল দেয়া হবে না।