ঢাকা, মঙ্গলবার, ৫ই ডিসেম্বর ২০২৩ ইং | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীতে গোল আলুর বাম্পার ফলন হলেও বাজারমূল্যে চাষীরা হতাশ

আমিরুল ইসলাম অল্ডাম গাংনী (মেহেরপুর) সংবাদদাতা : গাংনীতে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলনের আশা কৃষকদের। বাম্পার ফলন হলেও বাজার মূল্য নিয়ে চাষীরা হতাশ হয়ে পড়েছেন। জমি থেকে ভাল দাম পাওয়ার আশায় আগাম আলু তুলে বাজার জাত করতে গেলে কিছুটা দাম কম পাচ্ছেন। তবে কিছুদিন পর আলু পরিপক্ক ভাবে বাজার জাত করলে সে সময় বাজার মূল্য বেশী পাওয়া যাবে।
জমিতে এখন শুধু আলু গাছের সবুজ সমারোহ। গাংনী উপজেলার পুর্বমালসাদহ-হাড়িয়াদহ, ভোমরদহ ,সাহারবাটি দেবীপুর, চিৎলা মাঠের এক সময়ের অনাবাদি উঁচু জমিতে সূর্যমুখি, কাটিলাল,ডায়মন্ড জাতের দেশি আলুর বীজ কিনে রোপণ করেছেন।এ পর্যন্ত আলু গাছের গঠন দেখে মনে হচ্ছে, বাকি দিনগুলোতে আবহাওয়া ভালো থাকলে আশানুরূপ ফলন পাবেন।শীতের শুরুতে বৃষ্টির কারণে আলুর বীজে কিছুটা পচন দেখা দিলেও এখন আবহাওয়া অনুকূলে। আর বৃষ্টি না হলে এবার আলুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।অন্যদিকে কিছু কিছু জমি থেকে আগাম আলু তোলা হয়েছ্।ে বাজারে চাহিদার মতো গোল আলু সরবরাহ হলেও বাজার মূল্যে চাষীরা হতাশ হয়েছেন। বর্তমান বাজার মূল্য একেবারেই কম। ২০ টাকা খুচরা মূল্য । পাইকারী মূল্য আরও কম। চাষীরা জমি থেকে আলু বিক্রি করছেন মাত্র ৩৫০ থেকে ৪০০ টাকা মন দরে। এতে উৎপাদন খরচ বাদ দিয়ে চাষীদের লোকসান হচ্ছে।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার প্রায় ১ হাজার ২ শ’ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। সাহারবাটি গ্রামের আলু চাষি রিপন জানান, তিনি ১ একর জমিতে ডায়মন্ড কাটিলাল জাতের আলু বীজ রোপণ করেছেন। আবহাওয়া ভালো থাকলে ও ছত্রাক আক্রমণ না করলে এ বছর আলুর ভালো ফলন পাবেন।ভোমরদহ গ্রামের আলু চাষি আজিবার জানান, তিনি ৫০শতক জমিতে সূর্যমুখি জাতের আলু রোপণ করেছেন।আহবহাওয়া ভালো থাকলে ফলন ভালো হবে।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার মুহাইমেন জানান, মৌসুমের প্রথমদিকে কয়েকদিনের বৃষ্টির কারণে সমস্যা দেখা দিলেও কৃষকরা তা কাটিয়ে উঠেছেন। এখন আবহাওয়া অনুকুলে থাকলে ও আগামী দিনগুলোতে যদি ঘন কুয়াশা না থাকে এবং বৃষ্টি না হয় তাহলে আলুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কৃষকদের পরিচর্যার বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।
জেলা কৃষি অফিসের তথ্যমতে গাংনী উপজেলার সাহারবাটি,দেবীপুর এলাকায় সবচেয়ে বেশি আলু চাষ করা হয়েছে। আলু চাষিদের সফলতা দেখে বর্তমানে ওই মাঠের বেশির ভাগ জমিতে চাষ হচ্ছে আলু। অন্য সবজির চেয়ে আলু চাষ লাভজনক ফসল হওয়ায় এবার আলুর আবাদ ছড়িয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন মাঠে বাম্পার ফলনের আশা কৃষকদের । তিনি আরও বলেন, এবছর বর্তমানে বাজারে আলুর দাম কিছুটা কম। আলু ঠিকমত পরিপক্ক হলে বাজার মূল্য কিছুটা বাড়বে।

You must be Logged in to post comment.

রংপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ     |     রংপুরের ৬ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল     |     গাংনীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি     |     গাংনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত     |     কীটনাশক ব্যবহার করেও পোকা দমন করা যাচ্ছে না টাঙ্গাইলে ভুট্টায় পোকার আক্রমণ! দিশেহারা কৃষকরা     |     ঘাটাইলে অটোরিক্সা মোটর সাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত     |     ঠাকুরগাঁওয়ে বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশী নিহত     |     শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাসের সমর্থকদের উপর হামলা: আহত ৩     |     মেহেরপুরে শিল্পকলা একাডেমির গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত     |     গাংনীতে ভ্রাম্যমান আদালতে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে জামাই শ্বশুরের জরিমানা     |