গাংনীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার আন্তঃ মাধ্যমিক বিদ্যালয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক।অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মাসুমসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় উপজেলার বেশীরভাগ বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গাংনী হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন, হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মাষ্টার, করমদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলম হুসাইনসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।