গাংনীতে চাঁদাবাজি ও চুরির গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী ইংরেজ আটক


মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে চাঁদাবাজি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামী ইমরান হোসেন ওরফে ইংরেজ(৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফÍারকৃত ইংরেজ গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের তাহাজউদ্দীনের ছেলে।
বৃহস্পতিবার ভোররাতে গাংনী থানা পুলিশের একটিদল তার নিজ বাড়ি থেকে গ্রেফÍার করেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও চুরির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ইংরেজ এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সহ এক্াধিক মামলা রয়েছে। সে একজন চিহ্নিত চাঁদাবাজ ও চোর। এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা হিসেবে ইংরেজকে আটক করা হয়।