গাংনীতে ছাত্রলীগের সমাবেশ অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে উপজেলা ছাত্রলীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও , জঙ্গীবাদের উস্কানী দাতাদের প্রতিহত করার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৪- মেহেরপুর -২ গাংনী আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুর আগে বিশাল র্যালি শহর প্রদক্ষিণ করে।
আজ শুক্রবার (২৮ জুলাই) বিকেলে গাংনী শহরের এমপি মহোদয়ের বাসভবনের সামনে উপজেলা ছাত্রলীগের আয়োজনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা ছাত্রলীগের লীগের সংগ্রামী যুগ্ম সম্পাদক সামিউজ্জামান সামি’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক ছাত্র নেতা মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খোকন বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ একটি শক্তিশালী সংগঠন। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি জামায়াতের আস্ফালন প্রতিহত করতে হবে।আমাদের মধ্যে অনেকের ক্ষোভ রয়েছে। সব ভুলে যেতে হবে।কোনক্রমেই দ্বিধাবিভক্ত হওয়া যাবে না। বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। নইলে আমরা কেউ টিকে থাকতে পারবো না। সরকারের অগ্রযাত্রা ও উন্নয়নকে অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ কে বিজয়ী করতে হবে।
গাংনী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আসিকুজ্জামান সবুজ ও সাংগঠনিক সম্পাদক শুব আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সেক্রেটারী মুন্তাসির জামান মৃদুল।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসন রাজা সেন্টু, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন সরকার, গাংনী ছাত্রীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ওয়াজ্জেল হোসেন প্রমুখ ।