গাংনীতে জমিসহ গৃহহীনদের গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপল্েক্ষ প্রেস ব্রিফিং


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক ভুমিহীন ও গ্রহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) জমিসহ গৃহ পদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাদির হোসেন শামীম এর সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, এমপি মহোদয়ের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু, জেলা জেপির সভাপতি আব্দুল হালিম ,গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
পিআইও অফিস সূত্রে জানা গেছে, গাংনী উপজেলায় ১ম ধাপে ১৭ টি, ২য় ধাপে ৬২ টি , ৩য় ধাপে ৩৯+৪২) = ৮১ টি এবং ৪র্থ ধাপে (৫টি+৩১ টি)= ৩৬ টি সর্বমোট এপর্যন্ত ১৯৬ টি পরিবারকে পুণর্বাসিত করা হয়েছে।