ঢাকা, রবিবার, ২৬শে মার্চ ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

গাংনীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে উভয় পক্ষের ৩ জন আহত

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীর হাড়িয়াদহ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে উভয়পক্ষের ৩ জন রক্তাক্ত জখম হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর পৌণে ২ টার সময় উপজেলার হাড়িয়াদহ উত্তর পাড়ার মৃত কিতাব আলীর ছেলে শহিদুল ইসলাম ও আব্দুল কুদ্দুস এর ছেলে হাসিবুল ইসলাম তাদের বাড়ির সীমানা প্রাচীর দিতে গেলে প্রতিপক্ষ তাহাজউদ্দীনের ছেলে আব্দুল হাকিম এর সাথে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।প্রতিপক্ষ আব্দুল হাকিম ও তার দলীয় লোকজন ইট পাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা করে শহিদুল ইসলাম (৪৫) ও হাসিবুল ইসলাম (৩৫) কে রক্তাক্ত জখম করে। এদিকে আহত শহিদুল ও হাসিবুলের লোকজন পাল্টা ধাওয়া করে আব্দুল হাকিমকে বেধড়ক পিটিয়ে জখম করে। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এনিয়ে গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম জানান, হাড়িয়াদহ গ্রামের আব্দুল আলিম (বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্টাফ, বর্তমানে চৌগাছা গ্রামের বসবাসকারী) এর উস্কানীকে এবং নেতৃত্বে সংঘর্ষেও সৃষ্টি হয়।অন্যদিকে আব্দুল আলিম জানায়, আব্দুল হাকিম জমি দখল সংক্রান্ত মামলায় প্রতিপক্ষ শহিদুল ও হাসিবুল ইসলামের বিরুদ্ধে আদালতে স্বাক্ষী দেওয়ার অপরাধে আব্দুল হাকিমকে বেধড়ক পিটিয়ে আহত করে । আব্দুল আলিম আরও জানান, প্রতিপক্ষরা বাড়ি ঘরে হামলা করে বাড়িঘর ও আসবাবপত্র ভাংচুর করেছে।
এব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক সংঘের্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষের খবওে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। অভিযোগ পেলে সরেজমিনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

You must be Logged in to post comment.

মাদারীপুরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা     |     লালমনিরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত     |     সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ফুলবাড়ীতে মাদকাসক্ত ছে‌লে‌কে ভ্রাম্যমান আদাল‌তে দি‌লেন মা     |     আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন     |     মহান স্বাধীনতা দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা প্রদান     |     ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ঘাটাইলে স্বাধীনতা দিবস উদযাপিত     |