গাংনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণের পাশাপাশি শিশুতোষ বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার সকাল ১০ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব বন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তি পদক প্রাপ্তির সাফল্যকে স্মরণ করতে আনন্দ শোভাযাত্রা করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর নেতৃত্বে বিশাল শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।এসময় উপজেলা নির্বাহী অফিসারের পাশাপাশি মেহেরপুর-২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। গাংনী উপজেলা পলিসদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক, গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী, গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি মহোদয়ের প্রতিনিধি এস আই ধীমান,গাংনীর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। পুষ্পমাল্য অর্পণ শেষে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের অফিসের সামনে একটি গাছের চারা রোপন করা হয়।
পরবর্তীতে গাংনী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর -২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা পরিষদেও চেয়ারম্যান এম এ খালেক, গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী, বিশিষ্ট শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের প্রতিনিধি এসআই ধীমান প্রমুখ।
গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুর রহমান মন্টুর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা জাতীয় পার্টি জেপির সভাপতি আব্দুল হালিম,মহিলা ্ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, ইয়াছিন রেজা প্রমুখ।সবশেষে গাংনী পরে সাং¯কৃতিক অনুষ্ঠানে সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামের সঞ্চালনায় উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক শ্রোতাতের মাতিয়ে তোলে।
দিবসটি পালনে সরকারী কর্মকর্তাবৃন্দ, রাজনীতিবিদ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহন করেন।