গাংনীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : ‘ বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাংনীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়।
আজ শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধ্না প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের সামনে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্কিা সেতুর নেতৃত্বে র্যালি শহর প্রদক্ষিণ করে। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, মহিলা বিষয়ক অফিসার নাসিমা খাতুন , এমপি মহোদয়ের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু, জেপি নেতা আব্দুল হালিম উপস্থিত ছিলেন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আ.লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম স্যার,গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,মাননীয় এমপি মহোদয়ের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু,জাতীয় পার্টি জেপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির সভাপতি আব্দুল হালিম, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আরিফুল ইসলাম সোবহান, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহব্ায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন।
আলোচনা সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের শতাধিক প্রশিক্ষণার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।