ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীতে জাতীয় স্থানীয় সরকার দিবস -২০২৩ উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমিরুল ইসলাম অল্ডাম  মেহেরপুর জেলা প্রতিনিধি : “সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে –উদ্ভাবনে স্থানীয় সরকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথম বারের মত মেহেরপুরের গাংনীতে জাতীয় স্থানীয় সরকার দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় গাংনী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী (১৭-১৯ সেপ্টেম্বর) উন্নয়ন মেলার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে আয়োজিত মেলা বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপনী ঘোষনা করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক এম এ খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উন্নয়ন মেলার সমাপনী বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন , মেহেরপুর -২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুন্তাজ আলী, তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস প্রমুখ্ ।এছাড়াও বক্তব্য রাখেন উপজেলার সকল ইউপি চেযরম্যানবৃন্দ।
উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টুর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের বিশিষ্ট নেতা মনিরুজ্জামান মাষ্টার, মনিরুজ্জামান আতু, জেলঅ জেপির সভাপতি আব্দুল হালিম প্রমুখ।
সমাপনী ও পুরস্কার বিতরনী সভার আগে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলায় সজ্জিত ১৩ টি স্টল পরিদর্শন করেন। আলোচনা শেষে মেলায় ভাল কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়নের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করায় তেঁতুলবাড়ীয়া ইউপিকে ১ম, মটমুড়া ও কাথুলী ্ইউনিয়ন চেয়ারম্যানকে যৌথভাবে ২য় এবং সাহারবাটি ও ষোলটাকা ্ইউনিয়ন চেয়ারম্যানকে যৌথভাবে ৩য় স্থান নির্ধারন করে পুরস্কৃত করা হয়।
বর্ণাঢ্য র‌্যালিতে সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, সচিব ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ ও সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ , বীর মুক্তিযোদ্ধাগন, শিক্ষক বৃন্দ,সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।
উন্নয়ন মেলা আকষর্ণীয় করতে এবং দর্শকদের আনন্দ-বিনোদন দিতে চিৎলা মাধ্যমিক বিদ্যালয় ও গাংনী পাইলট মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনা ও সবশেষে গাংনী উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

You must be Logged in to post comment.

রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |