গাংনীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে সেমিনার


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : সঠিক পুষ্টিতে সুস্থ্য জীবন’এবারের প্রতিপাদ্য নিয়ে গাংনীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ পালিত হয়েছে।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে আজ রোববার সকারল ১১ টার সময় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আশরাফুজ্জামান লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, উপজেলা সমাজ সেবা অফিসার কাজী আবুল মুনসুর খান, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এম কে রেজা, গাংনী থানার ওসি তদন্ত মনোজিত কুমার নন্দী, উপজেলা যুব উন্নয়ন অফিসার হাসান ইমাম প্রমুখ।
গাংনী উপজেলা ইপিআই টেকনিশিয়ান আব্দুর রশীদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ব্ক্তব্য রাখেন, , গাংনী উপজেলা পেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
আলোচনা সভায় সেমিনারে) শিক্ষক, সাংবাদিক, ইমাম, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।পুষ্টি সপ্তাহ উপলক্ষে গাংনী উপজেলা পুষ্টি কমিটির আয়োজনে সপ্তাহব্যাপী মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে পুষ্টিবার্তা প্রদান, কমিউনিটি ক্লিনিকের মা ও শিশুদের মাধে পুষ্টি বার্তা প্রদান, টিকাদান কেন্দ্রে পুষ্টিবার্তা প্রদান করা হবে।
এছাড়া উপজেলা হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকের আয়াদের পরিবারের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ কর্মসূচি নেয়া হয়েছে। গত ২৩ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ২৯ এপ্রিল পুষ্টি সপ্তাহ কর্মসূচির সমাপ্তি হবে।