গাংনীতে জেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে জেলা আওয়ামীলীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকাল সাড়ে ১১ টার সময় গাংনী উপজেলা অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামীলীগের উপদেষ্টা হাজী ইছ্রাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা এম এ খালেক।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা একরামুল হক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রেজাউল হক মাস্টার, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মুক্তিয্দ্ধোা সোহরাব হোসেন,মটমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী আব্দুল বারী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আরিফুল ইসলাম সোবহান, গাংনী উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হাসিব, সেক্রেটারী মশিউর রহমান পলাশ প্রমুখ।
আমন্ত্রিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ,সদস্য সচিব জীবন আকবর, গাংনী পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশিকুজ্জামান পিন্টু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব রুবেল হোসেন, নারী নেত্রী নাসিমা খাতুন প্রমুখ।
এছাড়াও সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী আসিফ ইকবাল অনিক প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্য জেলা ও উপজেলা আওয়ামীলীগের রাজনৈতিক নেতৃবৃন্দসহ শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।