গাংনীতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল গ্রেফতার


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : নাশকতা মামলায় মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আওয়াল বিশ্বাস (৫৫) কে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ ।
গ্রেফতারকৃত আব্দুল আওয়াল গাংনী উপজেলার বামন্দী(বাজার) গ্রামের আব্দুল বারী বিশ্বাসের ছেলে। সোমবার রাত রাত টার দিকে বামন্দী বাজার থেকে বামন্দী ক্যাম্প পুলিশ তাকে আটক করে।
বামন্দী পুলিশ ক্যম্পের ইনচার্জ এসআই ইসরাইল হোসেন জানান, তার বিরুদ্ধে বামন্দী শহরের উপকন্ঠে একটি মাদ্রাসায় নাশকতা করতে বোমা বিস্ফোরণের অভিযোগে মামলা করা হয়েছে । সোমবার দিবাগত রাতে গাংনী থানার এস আই ইসরাইল সঙ্গীয় ফোর্স নিয়ে আব্দুল আওয়াল বিশ্বাসকে গ্রেফতার করে।