গাংনীতে জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে রাইপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে রাইপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে গাংনী উপজেলার রাইপুর ইউপি কার্যালয় প্রাঙ্গনে স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহŸায়ক তেীহিদুল ইসলাম তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আরিফুল ইসলাম সোবহান । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারী বারিকুল ইসলাম লিজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন,রাইপুর ্ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামসুজ্জামান মঙ্গল,রাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী হাফিজুর রহমান মখলেছ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব জীবন আকবর,গাংনী পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশিকুজ্জামান পিন্টু,পৌর স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব রুবেল হোসেন প্রমুখ।
সম্মেলন শেষে নূর ইসলাম কে সভাপতি ও সাগরকে সেক্রেটারী নির্বাচিত কওে কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দসহ শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।