গাংনীতে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :মেহেরপুরের গাংনীতে ট্রাকের ধাক্কায় আতিয়ার রহমান (৫৬) নামের একজন ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। নিহত আতিয়ার রহমান গাংনী পৌর এলাকা পশ্চিম মালসাদহ গ্রামের টেপিপাড়ার অজিত আলীর ছেলে। আতিয়ার রহমান পেশায় একজন ইটভাটা শ্রমিক।
সোমবার মাগরিব এর সময় মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাংনী উত্তর পাড়ার তেঁতুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আতিয়ার রহমান বাইসাইকেল যোগে নিজ বাড়ি থেকে খানকাহ শরিফ মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। তিনি গাংনী শহরে ঢুকতেই তেঁতুলতলা নামক স্থানে পৌছালে সড়কের উপর রাখা পাথরের উপর বাইসাইকেল থেকে পড়ে যায়। এ সময় সে বাইসাইকেল থেকে ছিটকে পড়লে পিছন থেকে আসা একটি প্লাষ্টিকপাইপবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। ঐ ধাক্কায় ঘটনাস্থলেই আতিয়ার নিহত হয়।
গাংনী থানা সৃত্র জানায় , লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে গিয়েছে। ট্রাক জব্দ করার জন্য অভিযান চালানো হচ্ছে।