গাংনীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক এম এ খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী, এমপি মহোদয়ের বিশেষ প্রতিনিধি বিশিস্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুপ্রভা রানী , মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুন্তাজ আলী , মেহেরপুর জেলা জেপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল হালিম প্রমুখ।
এর আগে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান রোগ প্রতিরোধে ‘ নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, ডেঙ্গু মুক্ত দেশ গড়ি, জমা পানি সর্বনাশা , এডিস মশা বাঁধে বাসা, তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন, এই শ্লোগানে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু এর নেতৃত্বে র্যালিটি বাদ্যের তালে তালে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের সামনে এসে শেষ হয়।
র্যালিতে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক , গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।