গাংনীতে তাফসীর মাহফিলে মহিলাদের অসম্মান করাকে কেন্দ্র করে সংঘর্ষের মামলায় ১২জন আটক


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে তাফসীর মাহফিলে নারীদের সাথে অসদাচরণ করাকে কেন্দ্র করে সংঘর্ষে গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে। নওয়াপাড়া গ্রামের মৃত সোনা মল্লিকের ছেলে মোজাম্মেল হক বাদী হয়ে মামলা দায়ের করেন। ধর্ম সভাকে কেন্দ্র কওে সৃষ্ট দফায় দফায় হামলা ও মারপিটের ঘটনায় ১৩ জনকে আসামী ও ১০-১২ জনকে অজ্ঞাত নামা আসামী করে থানায় মামলা করা হয়েছে। মামলা নং-২৩, তারিখ- ২৩-০২-২৩ ইং। গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, নওয়াপাড়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে শহিদ (৪০), ওহিদুল ইসলাম (২৮) ও রবিউল ইসলাম একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন , শাহাবউদ্দীনের ছেলে শাহিন (২২)।
স্থানীয়রা জানান, গত ২০ ফেব্রুয়ারি রাতে নবীনপুর গ্রামবাসীর আয়োজনে তাফসীর মাহফিল চলছিল। এ সময় নওয়াপাড়া গ্রামের ছহিরউদ্দীনের ছেলে সুমনের লোকজন তাফসীর শুনতে আসা মহিলাদের সাথে খারাপ আচরণ করে ।
গাংসী থানার ওসি আব্দুর রাজ্জআক এই তথ্য নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এই আসামীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের গতবৃহস্পতিবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।